Our Times News
আটলান্টিক মহাসাগরীয় এবং পশ্চিম আফ্রিকার ৮৫% মুসলিম-প্রধান দেশ গিনিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের পর, ব্যাপক সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকারী সূত্রের বরাতে (সোমবার) গিনির রাষ্ট্রীয় টেলিভিশন আরটিজি জানিয়েছে। এর আগে সরকার দেশটিতে নির্বাচন-পরবর্তী অস্থিরতায় ১০ জনের প্রাণহানির কথা জানিয়েছিলো। নিহতদের মাঝে নিরাপত্তা বাহিনীর ক-জন কর্মকর্তাও রয়েছেন। অপরদিকে, গিনির বিরোধী দল এ অস্থিরতায় ২৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।
এমন এক সময় এ সহিংসতা ঘটলো – যখন আন্তর্জাতিক দূতরা উত্তেজনা কমাতে চেষ্টা করে যাচ্ছেন। ১৮ই অক্টোবরের উত্তেজনাপ্রবণ নির্বাচনে শনিবার প্রেসিডেন্ট আলফা কোনডের (৮২) বিজয় ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসেন তিনি। সূত্র: উজালেন্ডো নিউজ ও এএফপি।