স্টাফ রিপোর্টার:
চিন ভয়ঙ্কর করনা ভাইরাসের দ্বিতীয় আক্রমণ সামলাতে গত কাল বুধবার থেকেই সিরিয়াস তৎপরতা শুরু করেছে। চিন সরকার তাদের রাজধানী বেইজিং শহর থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার অন্তত ১২’শ বিমান ফ্লাইট বাতিল করেন। বাতিল করেন আরো কয়েকশো ট্রেন। চিন গতকাল বুধবার থেকেই ছাত্র-ছাত্রীদের কে কলেজের ক্যাম্পাসে ফিরতে নিষেধ করেন। এবং প্রাথমিক,ও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলিকে অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কে ক্লাস শুরু করার আহ্বান করেন।
এদিকে গত সোমবার ও মঙ্গলবার, চিনের রাজধানী বেজিংয়েই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৩৭ জন। গত কাল মঙ্গলবার আক্রান্ত হয়েছেন আরো ৩৭ জন। এই জন্যই চিন সরকার বেজিংকে ‘নো গো জোন’ বানানোর প্রস্তুতি শুরু করেছেন। এবং বেইজিং এ করনা সংক্রমণ রুখতে ৯০ হাজার মানুষের গণ রক্তপরীক্ষা শুরু করছেন বলেও জানিয়েছেন চিন সরকার।