নিজস্ব প্রতিবেদক।
চিন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, এই দেশটিতে এখন পর্যন্ত ঘাতক করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৬১৯ জন মানূষ, এবং মৃত্যু মৃত্যুবরন করেছেন ৪ হাজার ৬৩৪ জন করোনা আক্রান্ত রোগী।
গেল ২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহর থেকেই পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রানঘাতী এই করোনা ভাইরাস। তবে চিন সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পন্থাকে কঠোরভাবে মেনেই অনেকটা দ্রুতই করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রান্তের দিক থেকে চিনের বর্তমান অবস্থান ৩০ এর মধ্যে, এবং এশিয়াতেও তাদের অবস্থান ১২ নাম্বারে।
এদিকে আজ রবিবার ৯ আগস্ট ) সকাল ১০টা পর্যন্ত পুরো চিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয়নি। কিন্তু, এই সময়ের মধ্যে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মাএ ২৩ জন মানুষ। পুরো বিশ্বের করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে এই তথ্যটি পাওয়া যায়।