আওয়ার টাইমস নিউজ।
ডাকাতি ও সমকামিতার দায়ে আফগানিস্তানে তালেবান সরকার কর্তৃপক্ষ জনসম্মুখে কমপক্ষে ৯ জনকে বেত্রাঘাত করেছে। এবং সেইসঙ্গে চুরি করার দায়ে চারজনের হাত কেটে দিয়েছে দেশটির পুলিশ প্রশাসন। এমন সংবাদ নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) আফগানিস্তানের কান্দাহারে অবস্থিত আহমেদ শাহি স্টেডিয়ামে জনসম্মুখে অপরাধীদের এমন শাস্তি প্রদান করেন দেশটির প্রশাসন বিভাগ।
এদিকে এমন শাস্তি দেওয়ার বিষয়ে দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, ডাকাতি ও সমকামিতার দায়ে নয়জনকে সাজা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এমন বিবৃতিতে আফগানিস্তানের টোলো নিউজ তাদের এক টুইট একাউন্টে পোস্ট করে এমন সংবাদ জানিয়েছেন।