আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কান জনগণের তীব্র ও বিধ্বংসী আন্দোলনের মুখে দেশ ছেড়ে আগেই পালিয়েছে দেশটির প্রেসিডেন্ট। ফলে আজ বুধবার দেশটির মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।
সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিরোধীদলীয় প্রার্থী সাজিদ প্রেমাদাসা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে পালটে গিয়েছে নির্বাচনী হিসাব। অন্যদিকে, ক্ষমতাসীন দলেও ব্যাপক বিভাজন সৃষ্টি হয়েছে। তাই ধরে নেওয়া যাচ্ছে অপ্রত্যাশিত কোনো ফলাফলও আসতে পারে আজকের নির্বাচনে।