Our Times News
আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে তালেবান যোদ্ধারা সহসা হামলা চালিয়ে অন্তত ২৫ জন সরকারী সেনাকে হত্যা করেছে।
তাখারের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরী গতকাল (বুধবার) জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের এখনো সংঘর্ষ চলছে। সংঘর্ষে তালেবান গেরিলারাও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি অভিযানে যাচ্ছিলো। পথেই তারা তালেবান হামলার মুখে পড়ে।
তাখার জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আব্দুল কায়ুম কানী হামলার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন: তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৪ জন সদস্য নিহত হয়েছে – যাদের মাঝে প্রাদেশিক পুলিশের উপপ্রধানও রয়েছে।
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় যখন তালেবান ও সরকারী প্রতিনিধিদলের মাঝে আলোচনা চলছে – তখন গত ক-দিন ধরে সহিংসতা বেড়েছে। সূত্র: এএফপি।