আওয়ার টাইমস্ নিউজ।
ইসরাইল সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে আরো ৩০০ ইহুদিকে আনা হয়েছে। এ নিয়ে সেখান থেকে দু হাজার ইহুদিকে ইসরাইলে আনা হলো। ফিলিস্তিনিদের বাড়ীঘর দখল করে বিভিন্ন উপশহর নির্মাণের পর, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের সেখানে জড়ো করা হচ্ছে। আগেও নানা ধরণের লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদিকে ইসরাইলে এনেছে দখলদারেরা। তবে ইসরাইলে এসে ঐ আফ্রিকানদের অনেকেই অভিযোগ করেছেন যে, তাদের সাথে বর্ণবাদী আচরণ করা হচ্ছে।
উল্লেখ্য, পাশ্চাত্যের সহযোগিতায় ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ী থেকে বিতাড়িত করে ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এটাকে প্রথম স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন ঐ বছরের ১৭ই মে আর মুসলিম দেশগুলোর মাঝে তুরস্ক ১৯৪৯ সালের মার্চে। অবশ্য তখন তুরস্কে কামাল পাশার উত্তরসূরি ইসমত ইনানো প্রেসিডেন্ট ছিলেন – যিনি কামাল পাশার যুগে প্রধানমন্ত্রীও ছিলেন।
এখনও ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ী থেকে বের করে দিয়ে নতুন নতুন উপশহর নির্মাণ অব্যাহত রয়েছে। অবশ্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ মুখে এ ধরণের উপশহর নির্মাণের বিরোধিতা করে যাচ্ছে। সূত্র: জেরুজালেম পোস্ট ও ইকনা।