দখলদার ইসরাইলের সাথে চুক্তির পর সাইবার হামলায় শিকার আরব আমিরাত!

0

Our Times News

দখলদার ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পর পরই সাইবার হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মোহাম্মদ হামাদ আল-কুয়েতি রোববার (৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দীর্ঘ কয়েক দশকের আরবের নীতি ভঙ্গ করে আরব আমিরাত গত আগস্টে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়। এর ফলে ফিলিস্তিনি জনগণ ও বিশ্বের অনেক মুসলিম দেশ আরব আমিরাতের উপর ক্ষিপ্ত হয়ে।

অন্যদিকে আরব আমিরাতের পথ অনুসরণ করে আরো দু’টি মুসলিম দেশ, বাহরাইন এবং সুদান, তারাও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করে।

আমিরাতের সাইবার সিকিউরিটির প্রধান হামাদ আল-কুয়েতি দুবাইয়ের এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কিছু সাইবার হামলাকারী ভয়াবহ সাইবার হামলা চালিয়েছেন।

হামাদ আল কুয়েতি আরো জানান, আরব আমিরাতের অর্থনৈতিক খাতকে উদ্দেশ্যে করেই মূলত এসব হামলা চালিয়েছে সাইবার হামলাকারীরা। কিন্তু তিনি সাইবার হামলার ব্যাপারে বিস্তারিত কিছুই বলেননি। এবং এই সাইবার হামলায় হামলাকারীরা কতটুকু সফল হয়েছে সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি।

এদিকে আরব আমিরাতে সাইবার সিকিউরিটির প্রধান হামাদ আল কুয়েতি বলেছেন বিশ্বব্যাপী করণা মহামারীর পর থেকেই আরব আমিরাতে সাইবার হামলা ব্যাপকভাবে বেড়েছে। তিনি দাবি করেন এসব সাইবার হামলা সাধারণত ইরান থেকেই হয়, কিন্তু সাম্প্রতিক সাইবার হামলাগুলোর পিছনে ঠিক কারা দায়ী সে বিষয়টি স্পষ্ট করেননি। সূত্র: পার্সটুডে

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে