নিরিহ ফিলিস্তানিদের সহায়তায় সৈন্য পাঠাতে চায় মালয়েশিয়া!

0

আওয়ার টাইমস্ নিউজ।
নিরহ মাজলুম ফিলিস্তিনিদের উপর প্রতিদিনেই বর্বরতম হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। প্রতিদিনই ফিলিস্তিনিদের উপর নির্বিচারে বোমা হামলা চালিয়ে নারী ও শিশুসহ বহু ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল।

এদিকে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের হামলায় ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।

দখলদার ইহুদিবাদী ইসরাইল টানা আটদিন ধরে গাজায় বিমান হামলা চালিয়ে নিরিহ ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করেই চলেছে। যার ফলে বিশ্বের অনেক দেশেই ফিলিস্তিনিদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এবার ফিলিস্তিনিদের সহয়তায় নিজেদের সৈন্য পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। এ খবর নিশ্চিত করেছেন দেশটির সংবাদমাধ্যম মালয়মেইল।

এসময় মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, জাতিসংঘ যদি চায় তাহলে গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত আছে তার দেশ। যেহেতু এখানে আন্তর্জাতিক আইনের বিষয় আছে তাই মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষী টিম পাঠানোর ব্যাপারে মালয়েশিয়া কোনও সিদ্ধান্ত নিতে পারে না।  

তিনি আরো বলেছেন, “আমরা ফিলিস্তানে সৈন্য পাঠাতে পারবো কিনা তার সিদ্ধান্ত নিবে জাতিসংঘ। আমরা নিজেরা সেনাবাহিনী পাঠাতে পারবো না। এর আগে জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশে শান্তিরক্ষী টিম পাঠিয়েছি।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে