আওয়ার টাইমস্ নিউজ।
অমুসলিম ও মোনাফেকরা যতোই সেকুলার মুখোশ পরে থাকুক না কেন – সময় মতো ঠিকই স্বরূপটা প্রকাশ করে। (শুক্রবার) সিএনএন-কে দেয়া লাইভ সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী খুব সাধারণভাবে মন্তব্য করেন: ইসরাইলি নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং এসব গণমাধ্যমের সাথে ইসরাইলের প্রভাবশালী সম্পর্ক থাকার পরেও তারা মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে। স্রোত এখন ইসরাইলের বিপরীতে।
এ বক্ত্যবের পর, মার্কিন টিভি চ্যানেল সিএনএন’র নিউজ অ্যাঙ্কর ইহুদি বিয়ানা গোলোদ্রায়গা ক্ষেপে গিয়ে সাংবাদিকসুলভ আচরণ বাদ দিয়ে জনাব কোরেশীকে ইহুদিবিরোধী বলে অভিযুক্ত করেন। পরে তিনি পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের কয়েকটি ভিডিও ক্লিপ টুইটার পোস্টে শেয়ার করেছেন। তবে বহু সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছেন। সূত্র: দ্য টাইমস অব ইসরাইল ও পার্সটুডে।