Our Times News
পুরো বিশ্বের মধ্যে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন মানুষের শরীরে করোণা সংক্রমণ শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে শনাক্ত রোগীর নতুন রেকর্ড।
এই সংস্থাটি আরো জানিয়েছে, গত একদিনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৫০০ জনের। এ নিয়ে পর্যন্ত পুরো বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জনে।