Our Times News
সারাবিশ্বে প্রাণঘাতী করোনা মহামারীতে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১০ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গিয়েছে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, আজ ৯ অক্টোবর শুক্রবার সকাল পর্যন্ত করোনায় পুরোবিশ্বে মারা গিয়েছেন ১০ লাখ ৬৬ হাজার ৮৫৬ জন মানুষ। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৯১০ জন। এবং সর্বমোট সুস্থ হয়েছেন দুই কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৫৫৪ জন।