প্রথম দফায় কোভ্যাক্সসের ১ কোটি ৯ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ!

0

আওয়ার টাইমস্ নিউজ।
প্রথম ধাপে কোভ্যাক্স থেকে ১ কোটি ৯ লাখ ৮ হাজার ডোজ করোনাভাইরাসরে টিকা পাচ্ছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিনামূল্যে প্রথম ধাপে ঘাতক করোনার টিকা বিতরণের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম।

গতকাল মঙ্গলবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা। ডব্লিউএইচও’র কোভ্যাক্স সরবরাহ উদ্যোগের আওতায় স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিসেফ।

কোভ্যাক্সের লক্ষ্য মূলত ধনী-গরিব দেশ নির্বিশেষে সবার মধ্যে করোনা টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করা। এর আগে ঘানা, আইভরি কোস্ট, দক্ষিণ কোরিয়া, ভারত ও কলম্বিয়া ইতোমধ্যে প্রথম দফায় কোভ্যাক্সের টিকা পেয়েছে। আজ বুধবার আফ্রিকার আরেক দেশ সেনেগালে প্রথম দফায় টিকা পৌঁছানোর কথা রয়েছে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে