Our Times News
মরণব্যাধি করোনাভাইরাসের ভয়ঙ্কর থাবায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ব্রাজিল। সেখানে কোনভাবেই যেন কমছে না আক্রান্ত ও মৃতের সংখ্যা, দিন দিন বেড়েই চলছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সম্প্রতি ব্রাজিলে ঘাতক করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখের উপরে দাঁড়িয়েছে। মৃত্যুবরণ করেছেন প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষ।
গতকাল বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর) ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানোনো হয়েছে।
এদিকে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার ২৪ ঘন্টায় দেশটির মধ্যে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৭৭৩ জন মানুষ। এবং এই সময়ের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮৩৪ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর ) সকাল ৮টা পর্যন্ত ব্রাজিলে সর্বমোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৪৬ হাজার ১৫০ জন, এবং এ পর্যন্ত সর্বমোট মৃত্যুবরণ করেছেন এক লাখ ২৪ হাজার ৭২৯ জন ।