৭ কোটি ৭০ লক্ষ বছর আগের ডায়নোসরের কঙ্কাল নিলামে! চাইলে কিনতে পারেন আপনিও।

0

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৭ কোটি ৭০ লক্ষ বছর আগের একটি ডায়নোসরের কঙ্কাল নিলামে তোলা হয়েছে। ২০১৮ সালে সন্ধান পাওয়া এই জীবাশ্মটি বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে নিউইয়র্কের একটি নিলামকারী প্রতিষ্ঠান সথেবি।

মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামকারী এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, কমপক্ষে ২২ ফুট দীর্ঘ এই জীবাশ্মটি বিক্রি হবে ৫০ থেকে ৮০ লাখ মার্কিন ডলারে। চাইলে যেকেউ কিনে নিতে পারবেন নিজের ব্যক্তিগত সংগ্রহশালায় রাখার জন্য।

এই ডাইনোসরের কঙ্কালের নিলাম নিয়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক প্রধান ক্যাসাদ্রা হ্যাট্টোন বলেছেন, ১৯৯৭ সাল থেকে আমরা ডায়নোসরের বিভিন্ন ফসিল বিক্রি করে আসছি। কিন্তু আগের তুলনায় সম্প্রতি এমন শখের জিনিসের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে। আশা করছি এটিরও ভালো দাম পাবো আমরা। কারণ এতো বড় এবং দুর্লভ নমুনা সম্ভবত অন্যকারো কাছে সংগ্রহে নেই।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে