ফিলিস্তিনে ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে বাধা দেবে আমেরিকা: কমলা

0

আওয়ার টাইমস্ নিউজ।
ফিলিস্তিনে ইসরাইল কোনো যুদ্ধাপরাধ করেছে কিনা – খতিয়ে দেখতে পশ্চিম তীর ও গাজায় আনুষ্ঠানিকভাবে গেল বুধবার থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তদন্ত শুরু করেছে। এর প্রধান আইনজীবী ফাতু বেনসৌদা বলেন: ‘ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আইসিসি’র প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি আমরা নিশ্চিত করছি। তদন্তটি স্বাধীন, নিরপেক্ষ, প্রভাবমুক্ত, ভয় বা পক্ষপাতহীনভাবে পরিচালিত হবে।’ এ বছরের ১৬ই জুন আইসিসির প্রধান আইনজীবী ফ্যাতো বেনসৌদার স্থলাভিষিক্ত হবেন যুক্তরাজ্যের আইনজীবী করিম খান।

২০১৪ সালে ফিলিস্তিনের গাজায় সহিংস কর্মকাণ্ড করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে পড়ে ইসরাইল। এজন্যে অবৈধ দেশটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিসি। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মুহম্মদ শতায়ে আইসিসির পদক্ষেপকে ‘ন্যায়বিচার এবং মানবতার জয়’ বলেছেন।

এদিকে, আন্তর্জাতিক আদালতের এ তদন্ত প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন: ‘ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আমি নিশ্চিত করছি যে, আমরা এ ‘বিকৃত বিচারের’ বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বো।’ ইসরাইলের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণার পর থেকে উনি বেশ চাপে আছেন।

ওদিকে, আইসিসি’র তদন্ত শুরুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। তাদের দাবি – ইসরাইল আইসিসির সদস্য না হওয়ায় তাদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই আদালতের। গতকাল ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস ক্ষমতা গ্রহণের পর, নেতানিয়াহুর সাথে প্রথমবারের মতো ফোনালাপকালে তাকে আশ্বাস দিয়েছেন যে, ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রমে বাধা দেবে আমেরিকা। এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও একই সুরে কথা বলেন। সূত্র: বিবিসি ও আল-জাজিরা।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে