Our Times News
অধিকৃত জেরুজালেমের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি গির্জায় এক ইয়াহুদী আগুন দেয়ার চেষ্টাকে রুখে দিয়েছেন সেখানকার ফিলিস্তিনি মুসলমিরা। ফিলিস্তিনের জাবাল জেইতুন এলাকার পাশেই অবস্থিত এই গির্জাটি।
সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে গীর্জায় আগুন দেওয়ার চেষ্টা করি ওই ইহুদি যখন গির্জার ভেতর ঢুকে জিনিসপত্রের মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগাচ্ছিলেন ঠিক তখনই বিষয়টি চোখে পড়ে পাশে থাকা মুসলমানদের। পরে মুসলিমরা দ্রুত গির্জার ভিতরে গিয়ে ওই ইহুদি কে আটক করে।
অন্যদিকে সংবাদমাধ্যম আল শাহাব তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মুসলমানরা ওই ইয়াহুদীকে ধরার সাথে সাথে সেখানে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষও বেধে যায়, পরে ইসরাইলি সেনারা আগুন দেয়ার চেষ্টা করা ওই ব্যক্তিকে আটক করে উত্তেজিত জনতার হাত থেকে মুক্ত করে তাদের সাথে নিয়ে যায়।
এই দখলদার ইয়াহুদি সন্ত্রাসী গোষ্ঠী মুসলমানদের বহু মসজিদে আগুন দিয়েছে কোন কোন মসজিদ পুরোপুরি ভাবে ভেঙ্গে ধ্বংসও করে দিয়েছে।