Our Times News
গেল শুক্রবার (১৮ ডিসেম্বর) এক ভার্চুয়াল বৈঠকে বিপদে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও আজারবাইজান। বৈঠকে দু দেশের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা হয়। এর মাঝে ছিলো – রাজনৈতিক, অর্থনৈতিক, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা। এছাড়া, উভয় দেশের মাঝে সংস্কৃতি সহযোগিতার বিষয়টিও প্রধান্য পায়। নিজেদের মাঝে দ্বিতীয় রাউন্ড বৈঠকে উভয় দেশ একটি চুক্তিতে রাজি হয়েছে।
বৈঠকে নেতৃত্ব দেন পাকিস্তানের তরফে তাদের পররাষ্ট্র সচিব সোহেল মাহমুদ এবং আজারবাইজানের তরফে তাদের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী রমিজ হাসানভ।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে নাগোর্নো-কারাবাখ ইস্যু নিয়ে ইসলামাবাদের নীতির বিষয়টিও তুলে ধরা হয়। এতে কারাবাখে আজারবাইজানের বিজয়কে ঐতিহাসিক বলেও উল্লেখ করা হয়।
আজারবাইজানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হাসানভ ইসলামাবাদকে তার অবস্থানের জন্যে ধন্যবাদ জানান। আর বিরোধপূর্ণ জম্মু-কাশ্মীর নিয়ে আজারবাইজানের অবস্থানকেও ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান।
বৈঠকে বিশ্ব ও আঞ্চলিক ফোরামে উভয় দেশ পারস্পরিক স্বার্থে একে অপরকে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেয়। সূত্র: ইয়েনি শাফাক।