বিমান হামলা চালিয়ে আল-জাজিরার কার্যালয় ধসিয়ে দিল ইসরাইল! {ভিডিওসহ}

0

আওয়ার টাইমস্ নিউজ।
দখলদার ইহুদিবাদী ইসরাইল হুমকি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফিলিস্তিনের গাজায় অবস্থিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার কার্যালয়ে বোমা হামলা চালিয়ে ওই ভবনটি সম্পুর্ন মাটির সাথে মিশিয়ে দেয়! বিমান হামলায় ধসিয়ে দেওয়া এই ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্থানীয় কার্যালয় ছিল।

আজ শনিবার (১৫ মে) ভয়াবহ এই বিমান হামলা চালায় ভয়ঙ্কর আগ্রাসী হয়ে ওঠা ইহুদিবাদী ইসরায়েল।

জানা গিয়েছে ‘জালা টাওয়ার’ নামে ১৩ তলা ওই ভবনটিতে অফিস ছাড়াও বেশ কিছু আবাসিক ফ্ল্যাটও ছিল। এই হামলার এক ঘণ্টা আগে ভবনে অবস্থান করা অধিবাসীদের বোমা হামলার ব্যাপারে সতর্কও করা হয়েছিল। এখন পর্যন্ত এই হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এক টুইট বার্তায় সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আল-জাজিরাসহ আরও একধিক বার্তা সংস্থার দপ্তর ওই ভবনটিতে ছিল।

ইসরাইলি হামলায় আল-জাজিরার কার্যালয়টি ধ্বংস হওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে, আল-জাজিরার স্থানীয় প্রতিনিধি সাফওয়াত আল কাহলউত বলেন, ষ‘আমি এই ভবনটিতে দীর্ঘ ১১ বছর ধরে কাজ করে আসছি। এখানে আমি অসংখ্য প্রতিবেদন তৈরি করেছি। এখানে আমার ব্যক্তিগত ও পেশাদারী অভিজ্ঞতাও রয়েছে। অথচ আজ ইসরাইল মাত্র ২ সেকেন্ডের মধ্যে ভবনটি কে ধ্বংস করে দিল।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে