বিশ্বে ঘাতক করোনায় মৃতের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে!

0

আওয়ার টাইমস্ নিউজ।
বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত পুরো বিশ্বে করোনা আক্রান্ত সনাক্তের সংখ্যা ৯ কোটি ১২ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার।

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান রাখার আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর ) সকাল পর্যন্ত সারাবিশ্বে ঘাতক করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন ৯ কোটি ১২ লাখ ৯৮ হাজার ৯২২ জন এবং এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৯ লাখ ৫২ হাজার ১১৯ জন। পাশাপাশি মরণব্যাধি এই ভাইরাসের কবল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৫২ লাখ হাজার ৭০৬ জন ভাগ্যবান মানুষ।

এদিকে এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ঘাতক করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৪৯১ জন,ও মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজার ১২৩ জন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে