আওয়ার টাইমস্ নিউজ।
শনিবার তুরস্কের পূর্ব মালাতইয়া প্রদেশে একটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন: আমাদের দেশকে বিশ্বের বড় ১০টি অর্থনীতির একটিতে পরিণত করতে আমরা বিভিন্ন প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছি। এবং বিশ্বের বড় বড় প্রকল্পের অর্ধেকের বেশি তুরস্ক বাস্তবায়ন করছে। ভবিষ্যতে মহাকাশ, হাই-টেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পথে এগিয়ে যাবে তুরস্ক। আমাদের জোরালো অবকাঠামো থেকেই এ উৎসাহ এসেছে। আমরা এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে চাই। সূত্র: আনাদোলু এজেন্সি।