আওয়ার টাইমস্ নিউজ।
বিশ্বের ১৩০টি দেশ এখনো পর্যন্ত প্রানঘাতি করোনা ভাইরাসের এক ডোজ টিকাও পায়নি। বিশ্বের ১০ দেশের দখলে করোনা ভাইরাসের ৭৫ শতাংশ ভ্যাকসিন আছে বলে দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মহাসচিব আরও বলেন, এখন পর্যন্ত ১৩০টি দেশ করোনা ভাইরাসের এক ডোজ ভ্যাকসিনও পায়নি। তিনি আরো বলেন এই গুরুত্বপূর্ণ সময়ে টিকার সমতা বজায় রাখাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা। যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সময়ের মধ্যে বিশ্বের সকল মানুষের জন্য করোনার টিকা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।