বিশ্বে গত ২৪ ঘন্টায় ঘাতক করোনায় ১ হাজার ৫৬৯ জনের মৃত্যু!

0

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘন্টায় সারা বিশ্বব্যাপী কমেছে ঘাতক করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। কিন্তু এই সময়ে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন করোনা শনাক্ত রোগীর সংখ্যা।

আজ শুক্রবার (২২ জুলাই) সকালে বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান রাখার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টার মধ্যে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ হাজার ৫৬৯ জন রোগী। এই নিয়ে এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৯৭ হাজার ৯৭৮ জনে।এই একই সময়ের মধ্যে নতুন করে ঘাতক করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩২ হাজার ৪৭০ জন।

এদিকে ভয়াবহ এই মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৬৫৮ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে বিশ্বের অন্যতম প্রযুক্তির দেশ জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ২৩৯ জন এবং মারা গিয়েছেন ৫৪ জন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে