আওয়ার টাইমস্ নিউজ।
পুরো বিশ্বব্যাপী প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৭৩ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ২৩ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে।
বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান রাখার আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী,আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু বরণ করেছেন ২৩ লাখ ৪৯ হাজার ১৭১ জন। এখন পর্যন্ত পুরো বিশ্বে করোনা থেকে মুক্তি লাভ করে বাড়ি ফিরেছেন সাত কোটি ৯২ লাখ ৯৭ হাজার ৪৭৪ জন ভাগ্য মানুষ।
সারাবিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ঘাতক করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৯৪৬ জন। এবং মৃত্যু বরন করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৭২ জন।