আওয়ার টাইমস্ নিউজ।
বিশ্বের অন্যতম ব্যস্ত ঘনবসতি শহর হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। ঘনবসতিপূর্ণতার চাপে ধিরে ধিরে ভেঙে পড়ছে আমাদের এই ঢাকা শহর। এবার গতবারের ন্যায় এবারও মৌলিক অধিকার প্রাপ্তির সূচক বিবেচনায় ঢাকাবাসীর ভাগ্যে এবারও উন্নতি হয়নি। ২০২১ সালের বসবাস অযোগ্য ১০ শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।
ঢাকা শহর বসবাসের অযোগ্য হলেও এবার বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ডের অকল্যান্ড।
বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা মোকাবিলার দিক থেকে প্রশংসা কুড়ানো নিউজিল্যান্ডের অকল্যান্ড বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। এর আগে ২০১৮ এবং ২০১৯ সালের তালিকায় শীর্ষে থাকা অস্ট্রিয়ার ভিয়েনা
বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষের দশ দেশ:
শীর্ষ ১০ দেশ : অকল্যান্ড (নিউজিল্যান্ড), ওসাকা (জাপান), অ্যাডিলেড (অস্ট্রেলিয়া), ওয়েলিংটন (নিউজিল্যান্ড), টোকিও (জাপান), পার্থ (অস্ট্রেলিয়া), জুরিখ (সুইজারল্যান্ড) জেনেভা (সুইজারল্যান্ড), মেলবোর্ন (অস্ট্রেলিয়া) এবং ব্রিসবেন (অস্ট্রেলিয়া)।