বিশ্ব ইজতেমার মাঠে স্মরণকালের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হলো!

0

আওয়ার টাইমস নিউজ।

বিশ্ব ইজতেমার সংবাদ: আজ শুক্রবার(১৩ জানুয়ারী)
৫৬তম বিশ্ব ইজতেমার মাঠে স্মরণকালের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে।

আজ পবিত্র জুমার নামাজের জামাতে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। আজকের জুমার নামাজের ইমামতি ও জুমাপূর্ব খুতবা প্রদান করেন আলমি শুরার সদস্য ও কাকরাইলের বাংলাদেশী শীর্ষস্থানীয় মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।

আজ শুক্রবার দুপুর ২.৪২ মিনিটের সময়ে জুমার জামাত শুরু হয়, শেষ হয় ২টা ৫৫ মিনিটে। মাঠের জুমার জামাতের কাতার যেমন মাঠ ছাড়িয়ে রাস্তায় এসে পৌঁছেছে। ঠিক তেমনিভাবে গাজীপুরের টঙ্গী ইজতেমার মাঠের আশপাশের স্থানীয় মসজিদগুলোও ছিলো মুসল্লিদের দ্বারা পরিপূর্ণ। অনেক মুসল্লিদের দেখা গিয়েছে মাঠের মধ্যে জায়গা না পেয়ে, নদীর মধ্যে থাকা নৌকার মধ্যে জুমার নামাজ আদায় করেছেন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে