আওয়ার টাইমস্ নিউজ।
ব্রাজিলের রিও ডে জেনিরোতে মাদক ব্যবসায়ীদের সাথে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ বন্দুকযুদ্ধে পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। জানা গিয়েছে, ভয়াবহ এই গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
গতকাল বৃহস্পতিবার (৬ মে) মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযান চলাকালে এ গোলাগুলির ঘটনাটি ঘটে। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি সংবাদ বলা হয়, রিও ডে জেনিরোর জাকারাজিনহো নামের একটি এলাকার মধ্যে মাদক ব্যবসায়ীদের একটি গ্রুপ তাদের দলে বিভিন্ন তরুণদের নিয়োগ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে এ মাদক চক্রটি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ সহ, অপহরণ এবং খুনের মতো অপরাধ করে আসছিল।
এদিকে এ ঘটনায় মাদক চক্রের সাথে গোলাগুলিতে পুলিশ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। আন্দ্রে লিওনার্দো নামের এক পুলিশ সদস্য ফেসবুকে লিখেছেন, তিনি তার পছন্দের পেশাকে সম্মানিত করেছেন। আমরা তাকে স্মরণ করবো।
মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলি বিষয়ে দেশটির পুলিশ প্রধান রোনাল্ডো ওলিভেইরা গণমাধ্যমকে জানিয়েছেন, রিওতে পরিচালিত কোনো পুলিশি অভিযানে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যুর।