স্টাফ রিপোর্টার: স্বাধীন।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আফ্রিকায়।
এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার মাধ্যমে জানা গিয়েছে, প্রায় ৬ দশমিক ২ মাত্রা নিয়ে আঘাত হানে এই ভূমিকম্প। এবং এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
কিন্তু দক্ষিণ আফ্রিকায় হওয়া এই শক্তিশালী ভূমিকম্পের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পর্যন্ত জানা যায়নি।