রিপোর্টার: হুসাইন আহমাদ স্বাধীন।
গত ১০ই জুলাই ২০২০ ) থেকে আর্মেনিয়ার উত্তর-পশ্চিমে তাভুশ সীমান্তে দুই দেশের সৈন্যরা ট্যাংক এবং কামানের মত ভারী অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করছে, এই যুদ্ধে
আজারবাইজানের ১১ জন সৈন্য মারা গিয়েছেন। আজারবাইজানের সরকারি তথ্য অনুযায়ী এই ১১ জনের মধ্যে তাদের একজন মেজর জেনারেল পদের কর্মকর্তাও ছিলেন।
এদিকে তাদের প্রতিপক্ষ আর্মেনিয়া, ১১ জন সৈন্যের মৃত্যুর দাবী অস্বীকার করে বলছেন,আজারবাইজানের একজন মেজর এবং একজন ক্যাপ্টেনসহ তাদের চারজন সৈন্য মারা গিয়েছেন, যদিও আজারবাইজান দাবি করছেন, ঐ সংখ্যা “শতশত“।
আজারবাইজান ও আর্মেনিয়া দুপক্ষই বলছেন বেসামরিক লক্ষ্যবস্তুতেও গোলাবর্ষণ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষও মারা যাচ্ছে।
গত মঙ্গলবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেওয়া বিধিনিষেধের তোয়াক্কা না করেই সেখানে আজারবাইজানের হাজার হাজার মানুষ সহিংস বিক্ষোভ করে আর্মেনিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর দাবি করছেন।
এবং তারা তাদের জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে “বলছে দ্রুত সৈন্য পাঠাও।
দুই দেশের এ ধরণের পরিস্থিতির দেখে আন্তর্জাতিক মহলেও চরম উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই দেশকে মাথা ঠাণ্ডা রাখার জন্য আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন “যুক্তরাষ্ট্র এই যুদ্ধের বিষয়ে খুবই উদ্বিগ্ন“, এবং তিনি দুই দেশের মধ্যে খুব দ্রুত শান্তি প্রক্রিয়া শুরুর করার আহ্বান জানিয়েছেন। (সূত্র বিবিসি)