আওয়ার টাইমস্ নিউজ।
ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেলেন ৫৪ বছর বয়সী নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু। এবং এই বিমান বিধ্বস্তের ঘটনায় তার সাথে থাকা অন্যরাও নিহত হয়েছেন।
আজ শনিবার সংবাদ মাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে নাইজেরীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির রাজধানী থেকে ১৮০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছাকাছি জায়গাতেই এ বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে।
তবে এখন পর্যন্ত এ দুর্ঘটনার কোন কারণ জানা যায়নি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে নতুন সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন ৫৪ বছর বয়সী আত্তাহিরু। মূলত নাইজিরিয়ার সরকার দেশটিতে চলমান ভয়াবহ জঙ্গী তৎপরতা দমনের পরিকল্পনা হিসেবে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছিল।