ভারতে ঘাতক করোনার নতুন ভয়ঙ্কর রূপের দেখা মিলেছে!

0

Our Times News
বিশ্বের মধ্যে সর্বপ্রথম করোনার নতুন রুপ ধরা পড়ে ছিল মার্কিন যুক্তরাজ্যে। তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে পৃথিবীর অনেক দেশেই। সম্প্রতি যুক্তরাজ্য থেকে করোনা আক্রান্ত ৬ ভারতীয় নাগরিক দেশে ফেরেন। তাদের ছয়জনের দেহে ধরা পড়েছে করোনার এই নতুন রূপ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, “করোনার নতুন ধরনটিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন বেঙ্গালুরুর, দুইজন হায়দরাবাদের ও একজন পুনের বাসিন্দা। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তারা ভারতে ফেরার সময় যারা তাদের সহযাত্রী ছিলেন, তাদেরও খোঁজা হচ্ছে”।

এদিকে গত ২৩ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী ভারতে ফেরেন। তাদের মধ্যে ১১৫ জন করোনা আক্রান্ত ছিলেন। তাদের শরীরের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’ জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে ছয়জনের শরীরে মিলেছে ঘাতক করোনার এই নতুন ধরন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে