ভারতে ভয়ংকর রূপ নিচ্ছে করোনা। ১ দিনেই ১০ হাজার শনাক্ত।

0

ভারতে করোনা ভাইরাসের মহা সংক্রমণ, সেখানে ক্রমেই করনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। দেশটিতে একদিনেই শনাক্ত ১০ হাজার জন, তাই আক্রান্তের হার বিবেচনায় বলা যাচ্ছে ভারত মহাসংক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে । এদিকে সেখানে (ভারত) গত ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১০ হাজার মানুষ মরনব্যাধী করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেখানে গত সাত দিনে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে দেশটি সর্বোচ্চ রেকর্ড করেছেন।

ভারতের জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল সোমবার তাদের দেশ লকডাউন শিথিল করার একদিন পরেই ২৪ ঘণ্টায় দেশটির মধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৭ জনে। এবং এতে সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ২৬৬ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজারে দাঁড়ালো। আর এ পর্যন্ত সেখানে করনায় আক্রান্ত হয়ে মৃত্যু মৃত্যু বরন করেছেন ৭ হাজার ৪৮১ জন। এবং ভারতে ভয়ংকর করনা ভাইরাসের কবল থেকে বেছে যাওয়ার হার এখন পর্যন্ত-৪৮ দশমিক ৪৬ শতাংশ। সামনের দিনগুলোতে এই হার বাড়বে নাকি কমবে তা সময়ই বলে দেবে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে