আওয়ার টাইমস্ নিউজ।
গত সপ্তাহে সউদী আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করে দেশের মসজিদগুলোয় উঁচু আওয়াজে মাইক ব্যবহার করা যাবে না, বরং মাইকের আওয়াজ সর্বোচ্চ সীমার এক-তৃতীয়াংশে কমিয়ে রাখতে হবে। এছাড়া, পুরো খুতবার বদলে শুধু আজানে মাইক ব্যবহার করতে হবে। এ ব্যাপারে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-আশেখ গতকাল (সোমবার) রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক ভিডিওতে বলেন: অতিরিক্ত শব্দে শিশু ও বয়স্কদের সমস্যা হচ্ছে বলেই জনতার অভিযোগের প্রেক্ষিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। যারা অভিযোগ করেছেন, তাদের মাঝে অভিভাবকরাও রয়েছেন। তাদের অভিযোগ – মসজিদে উঁচু আওয়াজে মাইক বাজানোর ফলে শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটছে। যারা নামাজ পড়তে চান, তাদের ইমামের ডাকের জন্যে অপেক্ষার দরকার হয় না। তারা আগেভাগেই মসজিদে হাজির হয়ে যান। কয়েকটি টেলিভিশন চ্যানেল আজান ও কুরআন তেলাওয়াত সম্প্রচার করে। মাইক খুব সামান্যই মানুষের কাজে আসে। সরকারি সিদ্ধান্তের যারা সমালোচনা করছেন, তারা দেশের দুশমন। তারা জনগণের মতামতকে উপেক্ষা করছেন।
শত শত মসজিদের দেশ সৌদি আরবে মাইকের শব্দ নিয়ন্ত্রণের সিদ্ধান্তকে অনেকেই মুবারকবাদ জানিয়েছেন। এবার হ্যাশট্যাগ ব্যবহার করে রেস্তোরাঁ ও ক্যাফেতে উঁচু শব্দে মিউজিক বাজানো নিষিদ্ধের দাবিও উঠতে শুরু করেছে। সূত্র: আল-জাজিরা ও বিবিসি।