Our Times News
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবশেষে অভিনন্দন জানালেন বিশ্ব পরাশক্তি চীন। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে বেইজিংয়ের পক্ষ থেকে জো বাইডেনকে অভিনন্দন জানানো হয়। অন্যদিকে জো বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন চিন। দ্য গার্ডিয়ান পত্রিকা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আমরা মার্কিন জনগণেকে সম্মান জানাই, এবং নবনির্বাচিত জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই মুখপাত্র আরো বলেন আমরা বিশ্বাস করি, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল দেশটির আইন ও প্রক্রিয়া অনুযায়ীই নির্ধারিত হবে বলে আশা করছি। সূত্র: দ্য গার্ডিয়ান।