মার্কিন নির্বাচনে ফিলিস্তিনী-মুসলিম আরেক নারীর জয়!

0

Our Times News

এবারের মার্কিন নির্বাচনে রাশিদা তালিবের (৪২) পর, ফিলিস্তিনী বংশোদ্ভূত আরেক মুসলিম নারী ঈমান জোদেহ (৩৮) জয় পেয়েছেন। কালারয়েডো এলাকার রিপাবলিকান প্রার্থী রবার্ট এনড্রিউসকে হারিয়ে মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ হিসেবে জয় পেয়েছেন তিনি।

বুধবার নিজের জয়ে টুইট বার্তায় জোদেহ লিখেছেন: আমি পেরেছি। আমি সবার জন্যে স্বপ্নের আমেরিকা বিনির্মাণে নিজেকে নিয়োজিত করবো। আমি একজন মুসলিম হিসেবে গর্বিত; ফিলিস্তিনী আমেরিকান হিসেবে গর্বিত। আমি আমেরিকার নতুন প্রজন্ম। আমি যে রাজ্যে যাদের প্রতিনিধি হিসেবে কাজ করবো – আমার সেই কমিউনিটি ও জনগণের জন্যে আমি গর্ববোধ করছি। এখন আমার কাজের সময়।

জোদেহ’র এক সমর্থক টুইটে লিখেছেন: ঈমান জোদেহ এমন একজন ডেমোক্র্যাট – যিনি কালারয়েডো রাজ্যের হাউজ ডিস্ট্রিক্ট ৪১-এর ইতিহাসে প্রথমা কোনো মুসলিম আইনপ্রণেতা।

১৯৭৪ সালে ঈমান জোদেহ’র বাবা মুহম্মদ ও মা সিহাম অভিবাসী ও শরণার্থী হিসেবে ফিলিস্তিন হতে আমেরিকার কালারয়েডোয় আসেন। সেখানে তিনি ১৯৮২ সালের ৮ই জুলাই জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। তিনি কলোরাডো ডেনভার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে স্নাতক এবং লোক প্রশাসনে মাস্টার্স করেছেন। কালারয়েডো উইমেন্স লবির বোর্ড মেম্বার তিনি। এ রাজ্যের বিভিন্ন অধিকার আন্দোলনেও তিনি ব্যাপকভাবে সক্রিয়। তিনি কলোরাডো মুসলিম সোসাইটি ও মসজিদে আবু বকরের সাথে জড়িত। এছাড়াও তিনি ‘মিট দ্য মিডল ইস্ট’ (Meet the Middle East) নামে একটি অ-লাভজনক প্রতিষ্ঠান চালান – যেটি মধ্যপ্রাচ্য ও আমেরিকার মাঝে শিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভ্রমণের মাধ্যমে সম্পর্ক তৈরি করে। কমিউনিটির শিক্ষিত মানুষ ও সমাজনেতাদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। তার বাবা গত ৫ দশক ধরে ঐ রাজ্যে ক্ষুদ্র ব্যবসা করছেন। নিজের ওয়েবসাইটে জুদেহ লিখেছেন: আমাদের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি ও ভাষা যেনো ভুলে না যাই, সেজন্যে আমার বাবা-মা গ্রীষ্মে আমাদেরকে ফিলিস্তিনে নিয়ে যেতেন। আমরা চার ভাইবোন। সবাই শিক্ষিত এবং পেশাগতভাবে সফল। সূত্র: আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর ও অন্যান্য।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে