আওয়ার টাইমস্ নিউজ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কোভিড-১৯ ত্রাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে মার্কিন সেনেট। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে হাজার হাজার মার্কিন নাগরিক। অনেকে হয়েছেন কর্মহীন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শনিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পুরোপুরি পার্টি লাইন ভোটাভুটিতে বিলটি ৫০-৪৯ ভোটে পাস হয়।
এবার করোনাভাইরাস মহামারীতে বিপাকে পড়া মার্কিন নাগরিকদের সহায়তা করতে মার্কিন প্রেসিডেন্ট বিপুল অঙ্কের ত্রাণের এ পরিকল্পনা নিয়েছেন।
যেখানে সহায়তা করা হবে মার্কিন নাগরিকদের। জানা যায়,এই ত্রাণ পরিকল্পনার নাম ‘আমেরিকান রেসকিউ প্ল্যান’ রেখেছেন তিনি।