স্পেশাল করেসপন্ডেন্ট:হুসাইন আহমাদী
আওয়ার টাইমস্ নিউজ: যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্যে করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তুরস্ককে কোণঠাসা করার অপচেষ্টা করে, তবে অবশ্যই তারা তাদের অত্যন্ত ভালো এক বন্ধু দেশকে হারানোর ঝুঁকির মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন এরদোয়ান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করার ঠিক দুই সপ্তাহ আগেই গতকাল মঙ্গলবার (২ মে) যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্যে করে এমন মন্তব্য করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।
তুরস্কের রাষ্ট্রিয় এক সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, যারা তুরস্ককে কোণঠাসা করার অপচেষ্টা করছে, তারা অবশ্যই তাদের এক ভালো বন্ধু দেশকে হারাবে। এ সময় এরদোয়ান আরও বলেন,আর্মেনিয়ার গণহত্যাকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে বড় ভুল করেছে। আর্মেনিয়ার এই গণহত্যা কে যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করার পর তুরস্কের সরকার এবং জনগণ যুক্তরাষ্ট্রের উপর ভীষণ ভাবে ক্ষুব্ধ হয়েছে।
জানা গিয়েছে চলতি মাসের ১৪ জুন ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বৈঠক করবেন। এই বৈঠকটিই হবে মার্কিন নতুন প্রেসিডেন্টের সাথে তুর্কি প্রেসিডেন্ট এর প্রথম বৈঠক।
ন্যাটোর দুই সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কের মধ্যে একধরনের উত্তেজনা ভাব বিরাজ করছে। মূলত যুক্তরাষ্ট্রের শত্রু দেশ রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয় করার বিষয়সহ নানা ইস্যুতে এই দু’দেশের মধ্যে মতপার্থক্য ও উত্তেজনা বিরাজ করছে।