আওয়ার টাইমস্ নিউজ।
আর অল্প কিছুদিন পরেই আসছে পবিত্র মাহে রমজান মাস। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অন্তত সাড়ে ছয়শ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ কাতার সরকার।
গতকাল মঙ্গলবার কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় মূল্যছাড় দেয়া পণ্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে তারা সাডে ছয়শর মত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে। এসব তথ্য গুলো এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।
এ বছর রমজান শুরু হতে এখনও কিছুদিন বাকি আছে। তবে কাতার সরকারের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে মূল্যছাড়ের নির্দেশনা। যা অব্যাহত থাকবে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত।