আওয়ার টাইমস্ নিউজ।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি ) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পরের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্যই এই জরুরী বৈঠক ডেকেছে জাতিসংঘ।
এএফপি জানিয়েছে ,বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকের বিষয়টি অনুমোদন করেন।
এএফপি আরও জানায় , বৈঠকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার পরিস্থিতি নিয়ে বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
এদিকে ক্ষমতা হস্তান্তর না করলে এবং সু চিকে মুক্তি না দিলে মিয়ানমারের সেনাবাহিনীকে অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক এই ঘটনা পুরো আন্তর্জাতিক মহলে সমালোচিত হচ্ছে।
গতকাল সোমবার মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চি ও তার দলের প্রেসিডেন্টসহ শীর্ষ পর্যায়ের নেতাদের আটক করা হয়েছে।