আওয়ার টাইমস্ নিউজ।
গত কিছুদিন ধরেই মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি,টিয়ার গ্যাস দিয়ে আক্রমণ ও তাদের আটক করছে মিয়ানমারের পুলিশ। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলকালে আবারও একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দেশটির ইয়াঙ্গুনের নর্থ ডাগন জেলায় আরও এক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
মিয়ানমারের একজন নিহত হওয়ার বিষয়ে বার্তা সংস্থা রায়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, এক বিক্ষোভকারী রাস্তায় পড়ে আছেন। তার মাথার ক্ষত থেকে রক্ত বের হচ্ছে। উল্লেখ্য যে, এখন পর্যন্ত সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ৬০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন।