আওয়ার টাইমস্ নিউজ।
মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারের ভয় ভীতি দেওয়া সত্ত্বেও সামরিক শাসকের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে গণমিছিলে অংশ নিয়েছে লাখ লাখ মিয়ানমার জনতা।
গতকাল রোববার মিয়ানমারে নবম দিনের মতো বিক্ষোভকারীরা দেশটির সেনা শাসকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রেখেছে। জানা গিয়েছে দেশটিতে সেনাবাহিনী অনেক ট্রেন স্টেশন বন্ধ করে দিয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গিয়েছে, দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেন ঠিকমতো সেবা প্রদান করে, সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ সামরিক শাসকগোষ্ঠী। তবে এর পরেও তাদের সবাইকে কাজে যোগ দেওয়ানো সম্ভব হচ্ছে না। বরং বিদ্যুেকন্দ্রগুলোতে মোতায়েনকৃত সেনারা প্রতিবাদের মুখে পড়েছে। অন্যদিকে মিয়ানমারে এই সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জাপানেও প্রতিবাদ হয়েছে।