Our Times News
সম্প্রতি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনজুড়ে মসজিদ থেকে গম্ভুজ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিচ্ছে দেশটি। ইসলাম ধর্মের প্রতীক ও প্রভাব কমাতে দেশটি এমন কার্যকলাপ পরিচালনা করছে। ইতোমধ্যে নিংজিয়া প্রদেশের ইয়ানচুয়াং অঞ্চলের নানগুয়ান মসজিদের উজ্জ্বল সবুজ রঙয়ের গম্বুজ এবং সোনালী মিনার সরিয়ে নেয়া হয়েছে। চীনে যুক্তরাজ্যের মিশনের উপ-প্রধান ক্রিস্টিনা স্কটের শেয়ার করা ছবিতে দেখা গেছে, ঐ মসজিদের রঙ এবং অলঙ্কার তুলে ফেলা হয়েছে। এছাড়া, চীনের ‘ছোট মক্কা’ নামে পরিচিত লিঙ্কিয়া শহরের মসজিদে সংস্কার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে এসব পরিচালনা করা হচ্ছে।
এছাড়া, সম্প্রতি দেশটির বিরুদ্ধে শিনজিয়াং প্রদেশের হাজার হাজার মসজিদ একেবারে গুঁড়িয়ে বা আংশিক ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। সেসঙ্গে প্রায় ১০ লাখ মুসলিমকে জোর করে তাদের ধর্মীয় আচার পালন ত্যাগে বাধ্য করা হচ্ছে বলে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (এএসপিআই) রিপোর্টে দাবি করা হয়েছে। সূত্র: টেলিগ্রাফ ও আরব টাইমস।