যে কারণে টানা (৩ মাস) বেতন গ্রহণ করবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা!

0

আওয়ার টাইমস্ নিউজ।
মধ্য এশিয়ার অন্যতম সম্পদশালী দেশ গুলোর মধ্যে একটি হচ্ছে মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া। এই মুসলিম প্রধান দেশটির মন্ত্রীরা সব সময়েই দেশটির জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সাধারণ মালয়েশিয়ার নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে চলতি জুন মাস থেকে টানা তিন মাস দেশটির কোন মন্ত্রীই সরকারি বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ান গণমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের মাসিক বেতন না নিলেও অর্থগুলো দেশটির রাষ্ট্রীয় কোষাগারে পড়ে থাকবে না। বরং করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে তা মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ট্রাস্ট ফান্ডে প্রদান করা হবে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে