Our times news
মরনব্যাধী করোনাভাইরাস পরীক্ষার ফল নেগে’টিভ আসায় গত শুক্রবার (১৪ আগস্ট) হাসপাতাল ছেড়ে আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু আবারও তিনি অ’সুস্থ হয়ে পড়েছেন। প্রচ’ণ্ড শ্বা’সক’ষ্ট জনিত কারণে গতকাল সোমবার মধ্যরাতে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় গনমাধ্যম জানিয়েছেন, এইমস হাসপাতালে ডা. রণদীপ গু’লেরিয়ার নেতৃত্বে চিকিত্সকদের একটি দল অমিত শাহের স্বাস্থ্যের উপর নজর রাখছেন। গত ১৪ আগষ্ট শুক্রবার করোনা ভাইরাস পরিক্ষার রিপোর্ট নেগেটিভ আসার ফলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অমিত শাহ্।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন, সোমবার রাতে অমিত শাহের র’ক্তচা’প খুব বেড়ে যায় এবং সাথে প্রচ’ণ্ড শ্বা’সক’ষ্টও ছিল । এরপরই দ্রুত তাকে এইমস হাসপাতালে ভর্তি করানো হয়।