আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ অর্থনৈতিক বিপর্যস্ত পড়া প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা সফরে গিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। চীনা প্রতিনিধিদের এই সফর শেষ হওয়ার পরপরই শ্রীলঙ্কা সফরে ভারতীয় একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত গ্ৰহন করে ভারতীয় সরকার।
জানা গিয়েছে, ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এশিয়ার এ দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি লংকা সফরেই বলে দিচ্ছে দেশ দুটির মধ্যে উত্তেজনা এখনো চলমান রয়েছে। খবর নিউজ ফার্স্ট।