সমগ্ৰ বিশ্বে ঘাতক করোনায় মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে।

0

স্টাপ রিপোর্টার: হুসাইন আহমাদ স্বাধীন।

পুরো বিশ্বব্যাপী প্রানঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখে। আর বিশ্বে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৪২ লাখ ৭৬ হাজার ৬৬৪ জন। ঠিক একই সময়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ এক হাজার ১’শ ৯৩ জন, এবং পুরো বিশ্বে এই ভয়ঙ্কর করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫১ লাখ ৪৬ হাজার ৫’শ ৫৮ জন মানুষ।। গতকাল শনিবার ১৭ জুলাই ) করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে পুরো বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটিতে প্রতিদিনের করোনা আক্রান্তের হার রেকর্ড ভাঙছে, সেখানে এখন পর্যন্ত সর্বমোট ৩৭ লাখ ৯৪ হাজার ১’শ ৩২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এবং একই সময়ের মধ্যে মারা গিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪’শ ১১ জন।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছেন ফুটবলের দেশ ব্রাজিল। দেশটির মধ্যেও এখন পর্যন্ত সর্বমোট ২০ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ ঘাতক করোনায় আক্রান্ত হয়েছেন। এবং সেখানে করোনায় মৃত্যুবরন করেছেন ৭৮ হাজার ৯৭ জন। এই আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে