আওয়ার টাইমস্ নিউজ।
সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে,দ্য গার্ডিয়ান,বিবিসি ফিন্যান্সিয়াল টাইমস, দ্য নিউ ইয়র্ক টাইমস ও ব্লুমবার্গ নিউজের মতো বিশ্বের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার
(৮ জুন) ভোর সকাল থেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এ গণমাধ্যমগুলোর পাঠকরা।
এদিকে আজ বিকেল থেকে এ সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশী পাঠকরাও। কি কারণে এসব সাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না তা এখন পর্যন্ত যানা যায়নি।
অন্যদিকে এ সার্ভার সমস্যা দেখা দিয়েছে অ্যামাজন ডটকমের খুচরা পণ্য বিক্রির সাইটেও, এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। যদিও ভিপিএন এপ্স ব্যবহার করার মাধ্যমে কিছু ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।