সুচি সরকারের মুক্তি চেয়ে বিক্ষোভে নেমেছে মিয়ানমারের সাধারণ জনগণ!

0

আওয়ার টাইমস্ নিউজ।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় গণ আন্দোলনে নেমেছে দেশটির শ্রমিকেরা। তাদের দাবি, সু চিসহ আটক নেতাদের মুক্তি দিতে হবে। সেইসঙ্গে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার থেকে সব সরকারি দপ্তরে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

২০০৭ সালে বৌদ্ধ ভিক্ষুদের গণতন্ত্রপন্থি জাফরান বিপ্লবের পর সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাজারো বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গন এবং মান্দালায় জড়ো হয়েছেন।

বিক্ষোভকারীরা মিয়ানমারের নেত্রী অং সান সুচি ও তার দলের গ্রেফতারকৃত সব নেতাদের মুক্তি চেয়ে আন্দোলন করছেন। এই বিক্ষোভে মিয়ানমারের শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং সরকারি চাকরিজীবীরাও অংশ নিয়েছে।

মিয়ানমারের ৩০টি শহরের প্রায় ৭০টি হাসপাতালের চিকিৎসকেরা সেনা অভ্যুত্থানের দুদিন পরেই কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে