নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর এবং কিং সালমান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী। ভয়াবহ দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট যে নির্মম ও ভয়ঙ্কর রক্তক্ষয়ী আগ্রাসন চালিয়ে আসছে এতদিন ধরে তার জবাবেই এই হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনী।
এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহ্-ইয়া সারিয়ী বলেছেন, সৌদি আরবের গভীরে হামলার চালানোর জন্যে তারা ড্রোন ব্যালিস্টিক ও পাখাযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন। তিনি জানিয়েছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যে আরো কিছু সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় নাজরান এবং জিজান প্রদেশের অনেকগুলো স্থানে হামলা চালিয়েছেন।
ইয়াহ্-ইয়া সারিয়ী খোব প্রকাশ করেই বলেন সৌদি আরব ইয়েমেনের ওপর যে ভয়াবহ বর্বর আগ্রাসন চালাচ্ছেন এবং অন্যায় ভাবে অবরোধ দিয়ে রেখেছেন তার জবাবেই আজকের এই হামলার মূল কারণ। আরব জোটের এই বর্বর আগ্রাসন বন্ধ এবং অবরোধ না উঠানো পর্যন্ত এমন হামলা আরো হবে বলে তিনি হুশিয়ারি দেন।
সৌদি আরব সরকার ওই হামলার পর পরই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সৌদি সরকারের এক বিবৃতিতে আরো জানানো হয়েছে ইয়েমেন থেকে আটটি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা করা হয়েছে। গত সোমবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরাংশসহ বিভিন্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
সূত্র: পার্সটুডে- আল জাজিরা।