আওয়ার টাইমস্ নিউজ।
শনিবার (২৯ মে) আরব নিউজ জানিয়েছে, ২৭শে মে প্রকাশিত সহস্রাধিক মার্কিনীর উপর আরব আমেরিকান ইন্সটিটিউট (এএআই) পরিচালিত অনলাইন এক জরিপে দেখা গেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অধিকাংশ মার্কিনীর সমর্থন রয়েছেন। ফিলিস্তিনীদের অধিকার রক্ষা ও সমর্থনে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যোটদের সংখ্যা বেশি। প্রায় এক-তৃতীয়াংশ মার্কিনী মনে করেন, ইসরাইল ও ফিলিস্তিন উভয়ই সমান অধিকার পাওয়ার দাবি রাখে – যাদের মাঝে ৮০% ডেমোক্র্যোট ও ৬৭% রিপাবলিকান। ইসরাইল-ফিলিস্তিন সহিংসতায় দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ক্ষেত্রে প্রায় অর্ধেক অংশগ্রহণকারী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠণনের পক্ষে মত দিয়েছেন। মাত্র ১২% এতে রাজি হয়নি।
এএআই’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জেমস জোগবি বলেন: মার্কিন মিডিয়াগুলোকে ফিলিস্তিনীদের জন্যে উন্মুক্ত করা হয়েছে। ফিলিস্তিনপন্থী বক্তাদের বলতে যথেষ্ট সুযোগ দিচ্ছে কংগ্রেস। এমনকি অধিকাংশ ইসরাইলপন্থী ডেমোক্র্যাটরা হতাশ হচ্ছেন। কেননা, তাদের একটি নতুন প্রজন্ম এ পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে! এটি খুবই গুরুত্বপূর্ণ যে, বর্তমানে ডেমোক্র্যাটরা ইসরাইলের থেকেও ফিলিস্তিনীদের বেশি প্রাধান্য দিচ্ছে। সূত্র: আরব নিউজ।